News71.com
 International
 29 Jul 16, 06:36 PM
 398           
 0
 29 Jul 16, 06:36 PM

তাইওয়ানে পর্যটন বাসে দুর্ঘটনায় ২৪ জনের প্রানহানী ।।

তাইওয়ানে পর্যটন বাসে দুর্ঘটনায় ২৪ জনের প্রানহানী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আগুন ধরে তা নিয়ন্ত্রন হারিয়ে এবং দুমড়ে-মুচড়ে যায় । এ মর্মান্তিক দুর্ঘটনায় চীনের একটি পর্যটক গ্রুপের ২৪ সদস্য প্রাণ হারান। দুরঘটনা কবলিত পর্যটন বাসটির চালক মাতাল ছিল বলে আজ তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ।

চীনের শাসনাধীন এই দ্বীপ রাষ্ট্রকে দেখতে আসা মূল ভূখণ্ডের পর্যটকদের ক্ষেত্রে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গত সপ্তাহে তাইওয়ানের একটি মহাসড়কের প্রাচীরের সাথে জোরে ধাক্কা খেয়ে ওই পর্যটক বাসে আগুন ধরে গেলে এ ঘটনাটি ঘটে। এতে পর্যটক গ্রুপের ২৪ সদস্য নিহত হয় ।

সহানীয় প্রসাশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এ দুর্ঘটনায় নিহত চালকের লাশ পরীক্ষা-নিরীক্ষা করে শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ওই বাস দুর্ঘটনায় স্থানীয় ১জন ট্যুর গাইডও নিহত হন। পরীক্ষায় দেখা যায় তাইওয়ানের ওই গাড়ি চালক পরিমিত পরিমাণের চেয়ে ৪ গুণ বেশী মাদক সেবন করে। তদন্ত দলের প্রধান ওয়াং ই-ওয়েন বলেন, ‘সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। মাতাল অবস্থায় গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন