আন্তর্জাতিক ডেস্ক: পেরুর নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পেদ্রো পাবলো কুজেনেস্কি। পেরুর রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। জানাগেছে, ৭৭ বছর বয়সী কুজেনেস্কি একজন সাবেক ব্যাংকার।
পিপিকে হিসেবেও পরিচিত কুজেনেস্কি অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেন, পাঁচবছর দায়িত্বপালনকালে তিনি পেরুকে আরো আধুনিক, আরো সঠিক এবং আরো সাম্যের দিকে নিয়ে যেতে চান। গত মাসে রক্ষণশীল এই নেতা পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন।
সাম্প্রতিক সময়ের বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি লক্ষ্য করা গেলেও পেরুর অনেক নাগরিক দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। তারা মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত। কুজেনেস্কি পেরুর সব অধিবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করেছেন যাকে তিনি ‘সামাজিক বিপ্লব’ আখ্যা দিয়েছেন। কিন্তু আইন সংস্কার করার ক্ষেত্রে তাকে ফুজিমোরির দলের সমর্থন প্রয়োজন হবে। কারণ পেরুর কংগ্রেস ফুজিমোরির দল নিয়ন্ত্রণ করছে।