News71.com
 International
 29 Jul 16, 10:41 AM
 423           
 0
 29 Jul 16, 10:41 AM

আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করল সিরিয়ার শক্তিশালী ইসলামি বিদ্রোহীদল নুসরা ফ্রন্ট

আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করল সিরিয়ার শক্তিশালী ইসলামি বিদ্রোহীদল নুসরা ফ্রন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অন্যতম শক্তিশালী ইসলামী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট আল কায়েদার সঙ্গে তাদের সংযোগ ছিন্ন করছে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া দলের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতেহ আল-শাম, যার অর্থ সিরিয়া বিজয়ের ফ্রন্ট রাখা হয়েছে। দলের সিদ্ধান্ত জানাতে প্রথমবারের মত একটি রেকর্ডেড বার্তা প্রচার করে আল-নুসরা ফ্রন্ট।

এতে এই সংগঠনের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে বলতে শোনা গেছে, আল-কায়েদার সঙ্গে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মত পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে।

নুসরা ফ্রন্টের অবস্থানকে নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।  সেটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়া জরুরী বলে মনে করছিল নুসরা, আর সে কারণেই আল কায়েদার সঙ্গে সব রকম সংযোগ ছিন্ন করছে নুসরা ফ্রন্ট। কিন্তু, নুসরা ফ্রন্টের এই অবস্থানকে দলটির নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে রুশ বাহিনী এবং সিরিয় সরকারী বাহিনীর কয়েকদিনের হামলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আল-নুসরাকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো। কিন্তু তার আগেই তারা একটি সাবধানী ও চতুর পদক্ষেপ নিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন