News71.com
 International
 29 Jul 16, 10:39 AM
 392           
 0
 29 Jul 16, 10:39 AM

হিলারির পক্ষে জনমত গড়তে পপ তারকা কেটি পেরির প্যারোডি গান

হিলারির পক্ষে জনমত গড়তে পপ তারকা কেটি পেরির প্যারোডি গান

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে হার্টথ্রব পপ তারকা কেটি পেরি ঘোষণা দিয়েছেন তিনি ভোট দেবেন হিলারি ক্লিনটনকে। তিনি বলেন, সেই আইওয়া থেকেই আমি হিলারিকে ভোট দিয়ে আসছি। আর আপনারা কেনো তাকে ভোট দেবেন, তা বুঝতে হলে ভিজিট করুন হিলারিক্লিনটন.কম।

ফিলাডেলফিয়ায় কনভেনশনের চতূর্থ সন্ধ্যায় কেটি পেরি যখন মঞ্চে ওঠেন তখন হাজারো জনতা ফেটে পড়ে উল্লাসে। কেটি পেরি তার সেরা দুই গান 'রাইজ' ও 'রোওর' এর প্যারোডি করে গেয়ে শোনান তাদের। হিলারিকে উদ্দেশ্য করে কেটি পেরি গাইলেন, 'ডোন্ট বি সারপ্রাইজ, সি ইউজ টু রাইজ' আর 'লেটস রোওর ফর হিলারি'।

প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই মঞ্চে আজ ঐতিহাসিক ভাষণ দিতে যাচ্ছেন হিলারি ক্লিনটন। কিন্তু এর আগে এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে ভাষণ দিচ্ছেন হিলারির মেয়ে চেলসি ক্লিনটন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন