আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে তথাকথিত ‘জিহাদি হামলার’ ঢেউ বয়ে যাওয়ার পর ‘বিশ্ব এখন যুদ্ধে রয়েছে’ এটি তার প্রমাণ বলে সতর্ক করেছেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস জোরালোভাবে বলেছেন, তিনি ধর্মযুদ্ধের কথা বলছেন না, বরং ‘স্বার্থ, অর্থ, সম্পদ’ নিয়ে হানাহানির কথা বলছেন। পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন। সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার তথাকথিত এক ‘জিহাদির’ হামলায় এক ফরাসি ক্যাথলিক যাজক নিহত হওয়ার বিষয়ে পোপের মন্তব্য জানতে চেয়েছিলেন উপস্থিত সাংবাদিকেরা। সম্প্রতিক সময়ে ফ্রান্স ও জার্মানিতে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এই সব হামলার জন্য দায়ী অনেকেই তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ‘যে শব্দটি আমরা অনেক শুনি তা হলো নিরাপত্তাহীনতা, কিন্তু প্রকৃত শব্দটি হবে যুদ্ধ।’ ‘সত্য প্রকাশে আমাদের ভীত হওয়া চলবে না, শান্তি হারানোয় বিশ্বে এখন যুদ্ধ চলছে।’ তিনি আরও বলেছেন, ‘আমি যখন যুদ্ধের কথা বলি, তখন আমি স্বার্থ, অর্থ, সম্পদ নিয়ে যুদ্ধের কথা বলি, ধর্ম নিয়ে নয়। সব ধর্মই শান্তি চায়, অন্যরা চায় যুদ্ধ।’ ‘বিশ্ব তরুণ দিবস’ উপলক্ষে পোল্যান্ডের ক্রাকৌতে তরুণ ক্যাথলিকদের এক সমাবেশে যোগ দিতে সেখানে গিয়েছেন পোপ ফ্রান্সিস। পোপে ফ্রান্সিসের সফর উপলক্ষে পোল্যান্ড ৪০ হাজারেরও বেশি নিরাপত্তা সদস্যকে মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।