News71.com
 International
 28 Jul 16, 09:17 PM
 381           
 0
 28 Jul 16, 09:17 PM

পোল্যান্ডে পা ফসকালো পোপের....

পোল্যান্ডে পা ফসকালো পোপের....

আন্তর্জাতিক ডেস্কঃ  খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ বৃহস্পতিবার পোল্যান্ড সফরকালে একটি বেদীর সিঁড়িতে পা ফসকে পড়ে যেতে গিয়ে দ্রুত সামলে উঠতে সক্ষম হন। দৃশ্যত তার কোনো চোট লাগেনি।

পোল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রদর্শিত ৭৯ বছর বয়সী আর্জেন্টাইন ধর্ম যাজকের ছবিতে দেখা যায়, পোপের পা ফসকানোর সঙ্গে সঙ্গে বেদীর সেবকরা তাকে সামলে উঠতে সহায়তা করেন। এরপর ফ্রান্সিস সেখানে কয়েক হাজার তীর্থযাত্রীর উদ্দেশ্যে ধর্মোপদেশমূলক বক্তৃতা করেন এবং প্রার্থনা সভা পরিচালনা করেন।

পোপ ফ্রান্সিস পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে জেস্তাচোভায় যাসনা গোরা মঠে সফরকালে এ ঘটনা ঘটে। পোপ বৃহস্পতিবার পোল্যান্ড আগমন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন