News71.com
 International
 28 Jul 16, 08:19 PM
 425           
 0
 28 Jul 16, 08:19 PM

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো সিঙ্গাপুর...

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো সিঙ্গাপুর...

 

আন্তর্জাতিক ডেস্কঃ   বাংলাদেশে সফররত সিঙ্গাপুরি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এই বিষয়ক সতর্কতা জারি করা হয়। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত সিঙ্গাপুরের নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পাশাপাশি স্থানীয় সংবাদ মনিটরিংয়ের পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।

নোটিশে বলা হয়, সিঙ্গাপুরিদের সব জায়গায় সতর্ক থাকা উচিত-জনসমাগম, ভিড় এবং বিদেশিদের সমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলুন। জুলাই মাসের ১ তারিখে গুলশানে হলি আর্টিজানে হামলার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর সিঙ্গাপুর তার নাগরিকদের সতর্ক করলো। বুধবার ব্রিটিশ কাউন্সিল নিরাপত্তা আশঙ্কায় তাদের বাংলাদেশ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন