News71.com
 International
 28 Jul 16, 06:04 PM
 399           
 0
 28 Jul 16, 06:04 PM

পাকিস্তানে ভারী বর্ষণ ।। বন্যায় ২২ জনের প্রাণহানি

পাকিস্তানে ভারী বর্ষণ ।। বন্যায় ২২ জনের প্রাণহানি

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণ ও ঢলে অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু ও আরো ৬০ জন আহত হয়েছেন। বুধবার খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে পরদিন বুধবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ খাইবার পাখতুনখোয়ার চিত্রল জেলায় হিমবাহের হ্রদ উপচে হঠাৎ বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনায় অ্যাবোটাবাদে তিনজন ও আপার দির এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। অ্যাবোটাবাদে একটি আবাসিক কোয়ার্টার ও হরিপুরে দুটি বাড়ি ধসে পড়েছে। বাত্তাগ্রাম জেলায় একটি খাল পার হওয়ার সময় ঢলের পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন