News71.com
 International
 28 Jul 16, 12:28 PM
 445           
 0
 28 Jul 16, 12:28 PM

মার্কিন প্রেসিডন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া ।।

মার্কিন প্রেসিডন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়া হস্তক্ষেপ করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। মার্কিন ডেমোক্র্যাটিক দলের ন্যাশনাল কমিটি’র (ডিএনসি) কিছু ইমেইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রকাশ করে দেয়ার জন্য ওয়াশিংটন রুশ হ্যাকারদের দায়ী করার পর রাশিয়া এ বক্তব্য দিল।

মস্কোয় গতকাল এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখেপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার বলেছেন, তার দেশ কখনো অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং বর্তমানেও করছে না। পেসকভ আরো বলেন, “মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ হতে পারে এমন যেকোনো কাজ ও বক্তব্য দেয়া থেকে মস্কো সতর্কভাবে বিরত রয়েছে।

গত শুক্রবার ডিএনসি’র ১৯,০০০ এমিইল ফাঁস হয়ে যায়। এর ফলে ডেমোক্র্যাট দলের নারী কংগ্রেস সদস্য ডেবি ওয়াসারম্যান শুল্তয ডিএনসি’র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া হয়তো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ মূলত মার্কিন প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন