আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিমতীরে এক হামাস যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। বুধবারের এ অভিযানে নিহত ব্যক্তি চলতি মাসের প্রথমদিকে ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে চলন্ত গাড়ি থেকে গুলি করে। ইহুদি ধর্মাবলম্বী র্যা বাই মাইকেল মার্ককে হত্যা করেছিলেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। বুধবার ভোররাতে পশ্চিমতীরের ফিলিস্তিনি শহর হেবরনের কাছে সুরিফ গ্রামে অভিযানটি চালানো হয়।
অভিযান চলাকালে ইসরাইলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে বলে জানিয়েছেন সুরিফের বাসিন্দারা। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী ১ জুলাই হামলার জন্য দায়ী এক ব্যক্তিকে হত্যা করেছে, যে হামলায় র্যাপবাই মাইকেল মার্ক নিহত হয়েছিলেন। ১ জুলাইয়ের ওই ঘটনায় মার্ক নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অপর একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।