আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যার ঘটনায় হামলাকারী সাতোশি ইউমাতসুর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সাগামিহারা শহরের ওই প্রতিবন্ধী কেন্দ্রটির সাবেক কর্মচারী সাতোশির ছুরিকাঘাতে গত মঙ্গলবার ওই হতাহতের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের পর তিনি পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণও করেন।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাতোশি এর আগে কয়েকশ প্রতিবন্ধী মানুষকে হত্যার হুমকি দিয়ে জাপানের রাজনীতিবিদদের চিঠি পাঠিয়েছিলেন। ধারণা করা হয়, হামলার আগে মঙ্গলবার সকালে ওই যুবক হাতুড়ি দিয়ে পুনর্বাসন কেন্দ্রটির জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। কর্তৃপক্ষ বলেছে, নিহত ১৯ ব্যক্তির বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে। জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদের বেশিরভাগকেই ঘাড়ে ছুরিকাঘাত করা হয়, যেগুলোর কিছু কিছু ছিল ১০ সেন্টিমিটার পর্যন্ত গভীর।