আন্তরজাতিক ডেস্কঃ গ্যাস সরবরাহ লাইন লিক হওয়াতে লন্ডন শহরের একটি এলাকার সব অফিসের কয়েক শত কর্মকর্তা কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকার ২৫ মিটার এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।
বেশ কয়েক ঘন্টা ধরে এ অবস্থা চললেও কতক্ষণ নাগাদ অচলাবস্থার অবসান হবে তা কেউ বলতে পারছেন না। লন্ডন শহরের লন্ডন ওয়াল নামক স্থানে গ্যাসের ওই লিক ধরা পড়েছে। এ স্থানটি ২দিক থেকেই উড স্ট্রিট এবং ব্লুমফিল্ড স্ট্রিটের খুব কাছে। ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনিয়াররা মেরামত কাজে হাত দিয়েছেন।
তবে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) নিশ্চিত হয়ে বলতে পারছে না তা ঠিক করতে কত সময় লাগবে। ওই এলাকায় কখনই বা যান চলাচল শুরু হবে। লন্ডন ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রাত ৩টা ৫৬ মিনিটে এলার্ম বাজানো হয়েছে। রাত ৪টার পর পরই পুলিশ কাছাকাছি অফিসগুলোর লোকজনকে সরিয়ে নিয়েছে।
লন্ডন ওয়াল এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে এমন ১জন ব্যবসায়ী মালিক ম্যাট হারিস বলেছেন, জরুরি বিভাগ তাকে বলেছে বড় ধরনের লিক হয়েছে। এ ঘটনা ঘটেছে লন্ডন ওয়াল এলাকায় মুরগেট জংশনের কাছে। সেখানে রাস্তা খুঁড়ে ঔ লিক ঠিক করার কাজ করা হচ্ছে। তবে লোকজনের মধ্যে হতাশা দেখা দিয়েছে খারাপ কিছু ঘটতে যাচ্ছে কিনা তা নিয়ে।