
আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। রবিবার সন্ধ্যায় আন্দালুসিয়ার কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন ওই লাইনে আসছিল। ফলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়ে।
আদিফ আরও জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত মালাগা–মাদ্রিদ রুটের ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধারে কাজ করছেন এবং ট্রেনের ভেতর থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনছেন।