
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে কানাডা। এই চুক্তিকে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যনীতিতে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চুক্তিটিকে বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘বিশ্ব যেভাবে এগোচ্ছে, কানাডাও সেভাবেই এগিয়ে যাবে।’ শুক্রবার (১৬ জানুয়ারি) ঘোষিত এই চুক্তির আওতায় কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সম্মত হয়েছে। খবর বিবিসির।
চুক্তির অংশ হিসেবে কানাডা প্রতি বছর প্রথম ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে আনবে। আগামী পাঁচ বছরে এই কোটা বাড়িয়ে ৭০ হাজারে উন্নীত করার সুযোগ রাখা হয়েছে। এর বিনিময়ে চীন কানাডার কৃষিপণ্যের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী ১ মার্চ থেকে কানাডীয় ক্যানোলা বীজের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। পাশাপাশি লবস্টার, কাঁকড়া ও মটরশুঁটির মতো পণ্যের ওপর থেকেও শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে বেইজিং।