News71.com
 International
 18 Jan 26, 08:55 PM
 24           
 0
 18 Jan 26, 08:55 PM

ইউরোপের আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস॥ নিহত পাঁচ  

ইউরোপের আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস॥ নিহত পাঁচ   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের জনপ্রিয় স্কিইং অঞ্চল অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। ভারী তুষারপাত ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিবিসির।শনিবার (১৭ জানুয়ারি) সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পংগাউ অঞ্চলে সাতজন স্কিয়ারের একটি দল অফ-পিস্ট এলাকায় স্কিইং করছিল। এ সময় হঠাৎ তাদের ওপর তুষারধস নেমে আসে। এতে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন। বাকি দুই স্কিয়ার তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা আগেই একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসের ঘটনা ঘটে। এতে এক নারী স্কিয়ার তুষারের নিচে চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন