News71.com
 International
 18 Jan 26, 08:55 PM
 27           
 0
 18 Jan 26, 08:55 PM

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান॥  

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পথে হাঁটছে দেশটির সরকার—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডিজিটাল অধিকারকর্মীরা। তাদের দাবি, নতুন এই ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট আর নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না; বরং সরকারের অনুমোদন পাওয়া সীমিত একটি গোষ্ঠীই নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারের ধারণাটিই বদলে দেওয়া হচ্ছে ইরানে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার যাচাই–বাছাই করে যাদের ‘বিশেষ ছাড়পত্র’ দেবে, কেবল তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে সম্পূর্ণ দেশীয় একটি ‘জাতীয় ইন্টারনেট’, যা বৈশ্বিক নেটওয়ার্ক থেকে আলাদা ও বিচ্ছিন্ন। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদির ভাষ্য অনুযায়ী, এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত সমান্তরাল একটি নেটওয়ার্ক। এতে কেবল সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ ও দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। বৈশ্বিক প্ল্যাটফর্ম বা উন্মুক্ত তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ এতে থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন