News71.com
 International
 08 Dec 25, 10:40 AM
 52           
 0
 08 Dec 25, 10:40 AM

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা নীতিতে সন্তুষ্ট রাশিয়া॥ অসন্তুষ্ট ইউরোপীয় জোট

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা নীতিতে সন্তুষ্ট রাশিয়া॥ অসন্তুষ্ট ইউরোপীয় জোট

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে, এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। গত সপ্তাহে প্রকাশিত ওই নথিতে ইউরোপ সভ্যতা বিলুপ্তির মতো হুমকির উল্লেখ করা হয়েছে। এতে ইউক্রেন যুদ্ধের অবসানকে যুক্তরাষ্ট্রের ‘মূল’ স্বার্থ হিসেবে উল্লেখ করার পাশাপাশি মস্কোর সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারের দিকেও জোর দেওয়া হয়েছে।

 

রোববার (১১ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পরিবর্তিত নীতির অনেক অংশই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘মিল খুঁজে পাওয়া যায়’। তিনি নথিতে ন্যাটোকে ‘ক্রমাগত সম্প্রসারণশীল জোট’ হিসেবে দেখার প্রবণতা কমিয়ে আনার যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেটিকেও স্বাগত জানান। ন্যাটো সম্প্রসারণকে রাশিয়া বরাবরই নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখে আসছে।তবে পেসকভ সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিপ স্টেট’—যে শব্দটি প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই ব্যবহার করেন—তাদের অবস্থান নতুন কৌশল নথির সঙ্গে পুরোপুরি মিলবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন