News71.com
 International
 24 Nov 25, 09:38 AM
 8           
 0
 24 Nov 25, 09:38 AM

ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস॥

ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বর্ষপূর্তিতে আগামী ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর (শিলান্যাস) স্থাপনের ঘোষণা দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির। শিলান্যাসের ঘোষণা দিয়ে হুমায়ূন কবির জানান, এই মসজিদ তৈরি করতে তিন বছর লাগবে। ৬ ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠানে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তি ও ধর্মগুরুরা উপস্থিত থাকবেন।

একই দিনে বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসও সমাবেশের ডাক দিয়েছে। তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি সমালোচনা করে বলেন, নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন