
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’র তাণ্ডবে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে এবং মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৯ জন স্থানীয় বাসিন্দা। গতকাল বুধবার (৫ নভেম্বর) কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৭৫ জন নিখোঁজ এবং ১৭ জন আহত হয়েছেন।