
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের জোড়া আত্মঘাতী বোমা হামলা ৮জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ এই হামলার ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো প্রকাশ করেছে ।
এতে বলা হয়, মোগাদিসুর আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির কাছে প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর দেশটির সরকারি বাহিনীর ঘাঁটির প্রবেশ মুখে দ্বিতীয় হামলাটি হয়। হামলার কিছুক্ষণ পরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব ।