আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন—তিনি ভয়াবহ সব কাজ করেছেন। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, স্কটল্যান্ডে অবস্থিত নিজের মালিকানাধীন গলফ কোর্সে (ট্রাম্প-টার্নবেরি) ব্রিটিশ নেতা স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সেপ্টেম্বরে তিনি তাঁর রাষ্ট্রীয় সফরের সময় লন্ডনে যাবেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি যাব।’ তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি আপনাদের মেয়রের ভক্ত নই। আমি মনে করি তিনি খুবই বাজে কাজ করছেন। লন্ডনের মেয়র একজন ঘৃণ্য লোক।’ এ সময় পাশেই বসা স্যার কিয়ার স্টারমার বিব্রতভাবে বলেন, ‘তিনি (সাদিক খান) আমার বন্ধু।’ কিন্তু ট্রাম্প তাঁর অবস্থান থেকে নড়েননি। তিনি বলেন, ‘না, আমি সত্যিই মনে করি তিনি বাজে কাজ করেছেন। তবে আমি অবশ্যই লন্ডন সফর করব, এটা ঠিক।’