News71.com
 International
 29 Jul 25, 09:50 AM
 13           
 0
 29 Jul 25, 09:50 AM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া॥  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েকদিনের উত্তেজনা ও প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া অবশেষে সীমান্তে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি জানিয়েছেন। তিনিই এই আলোচনার মধ্যস্থতা। খবর আল-জাজিরার। আজ সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে বৈঠকে বসেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আলোচনার পর তিন নেতাই যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা খুব ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশের জন্যই কল্যাণকর হবে।’ তিনি জানান, দুই দেশই ২৮ জুলাই, অর্থাৎ আজ সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, ‘এটি শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।’ এ সংকট সমাধানে তাঁর দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতৃত্ব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখেছে। আলোচনা চলাকালে মালয়েশিয়ায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন