News71.com
 International
 26 Jul 16, 07:49 PM
 405           
 0
 26 Jul 16, 07:49 PM

ফ্রান্সে গির্জায় ছয়জনকে জিম্মি করেছেন দুই অস্ত্রধারী..

ফ্রান্সে গির্জায় ছয়জনকে জিম্মি করেছেন দুই অস্ত্রধারী..

আন্তর্জাতিক ডেস্কঃ  ফ্রান্সে একটি গির্জায় ছয়জনকে জিম্মি করে রেখেছেন দুই অস্ত্রধারী। দেশটির নরম্যান্ডির উত্তরাঞ্চলের রুয়েনের কাছে সেইন্ট-ইতিয়েনে-দু-রৌভরে কমিউনের একটি গির্জায় এই জিম্মি করার ঘটনা ঘটেছে। ফরাসি পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই অস্ত্রধারী ছুরি দেখিয়ে চার থেকে ছয়জনকে ওই গির্জায় জিম্মি করে রেখেছেন।

ফ্রান্স থ্রি নেটওয়ার্ক জানিয়েছে, অস্ত্রধারীরা একজন পাদ্রি ও দুজন সিস্টারসহ গির্জার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করেছেন। অস্ত্রধারীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।

উত্তর ফ্রান্সের হৌতে নরম্যান্ডির সেইন্ট-ইতিয়েনে-দু-রৌভরে কমিউনের চার্চ অফ দ্য গ্যাম্বেট্টায় স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে দুই ব্যক্তি ছুরি হাতে প্রবেশ করে গির্জায় থাকা লোকদের জিম্মি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন