News71.com
 International
 20 Jul 25, 09:10 AM
 85           
 0
 20 Jul 25, 09:10 AM

সাগরে ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ২৮ জনের প্রাণহানি॥  

সাগরে ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ২৮ জনের প্রাণহানি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের হা লং উপসাগরে ৫০ জনেরও বেশি পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় ড্যান ট্রাই নিউজ জানিয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের সময় হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে জাহাজটি ডুবে যাওয়ার সময় ৪৮ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু সদস্য ছিলেন। ভিএনএক্সপ্রেস নিউজ জানিয়েছে, ভিয়েতনামী সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনী এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করেছে।ভিএনএক্সপ্রেস জানিয়েছে, নৌকাটিতে থাকা বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা পরিবার ছিল। যাত্রীদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল। হা লং বে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ নীল-সবুজ জলরাশি এবং চুনাপাথরের দ্বীপপুঞ্জ পরিদর্শন করে। গত বছর হা লং উপসাগরের উপকূলীয় কোয়াং নিন প্রদেশের বোট লক এলাকায় তীব্র বাতাস এবং মারাত্মক টাইফুনের তরঙ্গের আঘাতে ৩০টি নৌকা ডুবে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন