আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম হুরন ডেইল ট্রেবিউন। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী ওই বাস। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।