আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের জনজীবন স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত। স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড। তবে জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে। জার্মানির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরিবেশের এই ভয়াবহ অবস্থায় ইউরোপের পরিবেশকর্মী ও তরুণরা রাস্তায় নেমে এসেছেন। তরুণদের বিভিন্ন সংগঠন ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্লাস্টিকমুক্ত ইউরোপ গড়ার জন্য বড় ধরনের প্রচারণা শুরু করেছে। পরিবেশবাদী সংগঠন ‘ফ্রাইডেস ফর ফিউচার স্ট্রাইক’ জানিয়েছে, আগামী শুক্রবার ও সাপ্তাহিক ছুটির দিনে ইউরোপের বিভিন্ন শহরে পরিবেশ রক্ষায় আন্দোলন ও সচেতনতা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের নিয়ে আগামী ১৫ জুলাই ইউরোপীয় ইউনিয়নের কার্যালয় ব্রাসেলসে এক বিশাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই জমায়েত থেকে ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হবে।