News71.com
 International
 30 Jun 25, 12:11 PM
 16           
 0
 30 Jun 25, 12:11 PM

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন॥  

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সূত্র উল্লেখ করে রিপোর্টে বলা হয়, চীন ২১০ কোটি ডলার রিজার্ভ ঋণ হিসাবে নবায়ন করেছে, যা তিন বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। পাশাপাশি দুই মাস আগে পাকিস্তান যে ১৩০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও চীন পুনরায় অর্থায়ন করেছে। এছাড়া পাকিস্তান মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়েছে ১০০ কোটি ডলার। বহুপাক্ষিক অর্থায়ন সংস্থার পক্ষ থেকে পেয়েছে ৫০ কোটি ডলার। এই ঋণ সহায়তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এখন আমাদের রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আইএমএফের ৭ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির আওতায় চলমান সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। আইএমএফের শর্ত অনুযায়ী, চলতি অর্থবছরের (শেষ তারিখ ৩০ জুন) শেষ নাগাদ পাকিস্তানের রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের বেশি হওয়া প্রয়োজন ছিল। চীন এর আগেও ২০২৫ সালের ৯ মার্চ ২০০ কোটি ডলারের একটি ঋণের পরিশোধ মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে, বিষয়টি তখন পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন