News71.com
 International
 26 Jul 16, 01:08 PM
 375           
 0
 26 Jul 16, 01:08 PM

হিলারিই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: বার্নি স্যান্ডার্স

হিলারিই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট: বার্নি স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে যাতে হিলারি ক্লিনটন প্রবেশ করতে পারেন সেজন্য ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ করেছেন দলের মনোনয়ন পেতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করা বার্নি স্যান্ডার্স।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে গতকাল সোমবার ৩ মিনিটের বক্তৃতায় ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স আরও বলেন, অবশ্যই হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন।

আর এর আগে, হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলেও হঠাৎ করে পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড় থেকে নিজের নাম প্রত্যাখ্যান করে নেন স্যান্ডার্স। একই সঙ্গে তিনি হিলারির সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন। ডেমোক্রেটিক পার্টির সম্মেলন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। ওই দিন সন্ধ্যায় পার্টির প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে মনোনয়ন দেওয়া অনেকটা নিশ্চিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন