News71.com
 International
 26 Jul 16, 12:48 PM
 307           
 0
 26 Jul 16, 12:48 PM

জঙ্গী হামলায় নিহত ছেলের প্রসঙ্গ প্রচারে আনতে ডোনাল্ড ট্রাম্পকে না করলেন প্রয়াত রাষ্ট্রদূতের মা

জঙ্গী হামলায় নিহত ছেলের প্রসঙ্গ প্রচারে আনতে ডোনাল্ড ট্রাম্পকে না করলেন প্রয়াত রাষ্ট্রদূতের মা

 

আন্তর্জাতিক ডেস্ক: ‘‌দয়া করে আমার মৃত ছেলেকে নির্বাচনী প্রচারে নিয়ে আসবেন না।’‌ মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আর্জি লিবিয়ায় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত ক্রিস্টফার স্টিভেনস-এর মায়ের। বিগত ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। প্রাণ হারান ৪ জন মার্কিন নাগরিক। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টফার স্টিভেনসও। তখন ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবারের অন্যতম ডেমোক্রাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ঘোষিত হওয়ার পর স্বাগত ভাষণে হিলারিকে আক্রমণ করতে স্টিভেনস প্রসঙ্গ তোলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘‌হিলারির ভুল বিদেশনীতির খেসারত দিয়েছেন স্টিভেনস। অসভ্য হত্যাকারীদের হাতে তাঁকে অসহায়ভাবে প্রাণ হারাতে হয়েছে।’‌ এটা নিয়ে একটি মার্কিন সংবাদপত্রে চিঠি লিখেছেন স্টিভেনস–এর মা। তিনি বলেছেন, ‘‌স্টিভেনের মা হিসেবে রিপাবলিকান পার্টি এবং দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখে তাঁর নাম নিয়ে প্রচারের বিরোধিতা করছি। আমি নিশ্চিত  ক্রিস (‌ক্রিস্টফার)‌ কখনও চাইত না তার নাম কেউ ব্যবহার করুক। আশা করছি কোনো সুবিধাবাদী এবং নেতিবাচক প্রচারে তার নামের ব্যবহার চিরতরে বন্ধ হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন