আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর আল-আতারে সরকারি বাহিনীর বিমান হামলায় ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। জানাগেছে, দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বাহিনী বিদ্রোহীদের ওপর এই বিমান হামলা চালিয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, গতকাল সোমবার এক দিনেই ২৭ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সরকারি বাহিনী।
সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধের অনেক সময়ই আল-আতারেবে আক্রমণ করা হয়েছে। কিন্তু সেখানকার নাগরিকদের ভাষ্য অনুযায়ী, বেসামরিকের ওপর এবারের হামলাটিই ছিল সবচেয়ে ভয়াবহ।
আরও জানা গেছে, গতকাল সোমবার আলেপ্পো ছাড়াও বিদ্রোহীদের ওপর দিয়ের আজযোর, হামা, হোমস এবং দেরা প্রদেশেও হামলা চালানো হয়েছে।