News71.com
 International
 09 May 25, 10:12 PM
 13           
 0
 09 May 25, 10:12 PM

রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেয়ার নির্দেশ ভারতের॥

রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেয়ার নির্দেশ ভারতের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত জুড়ে চাপা উত্তেজনা। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। শুক্রবার অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রণালয়টি ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জরুরি অবস্থার ক্ষমতা অবিলম্বে বলবৎ করার কঠোর নির্দেশ জারি করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সমস্ত মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারায় প্রদত্ত এই বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে।

এই জরুরি ক্ষমতা সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতি বা অন্য কোনো ভয়াবহ আপৎকালীন অবস্থায় ব্যবহার করা হয়। এর মাধ্যমে রাজ্য সরকারগুলো জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করতে এবং বিদ্যুৎ, পানি, পরিবহন ও স্বাস্থ্য পরিষেবার মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো সচল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। দেশটির কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির একটি স্পষ্ট ইঙ্গিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহাওয়া ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন