News71.com
 International
 26 Jul 16, 12:26 PM
 312           
 0
 26 Jul 16, 12:26 PM

৪০ শতাংশ আয় বেড়েছে প্রযুক্তি নির্মান প্রতিষ্ঠান হুয়াওয়ের

৪০ শতাংশ আয় বেড়েছে প্রযুক্তি নির্মান প্রতিষ্ঠান হুয়াওয়ের

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ২০১৬ সালের প্রথমার্ধে ৪০ শতাংশ আয় বেড়েছে হুয়াওয়ের। এর ফলে তাদের আয় মোট আয় ২.৪৫৫ বিলিয়ন ইউয়ান এসে পৌঁছেছে। এক বিবৃতিতে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, গত ২০১৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটির আয় ১.৭৫৬ বিলিয়ন ইউয়ান বেড়েছে।

এক্ষেত্রে মোট লাভের পরিমাণ প্রকাশ না করলেও, অপারেটিং মার্জিন ১২ শতাংশ ছিল। গত ২০১৫ সালে একই সময়ে অপারেটিং মার্জিন-এর পরিমাণ ছিল ১৮ শতাংশ। কর আর সুদ পরিশোধের আগে কোনো প্রতিষ্ঠানের লাভ মোট আয়ের কত শতাংশ তা প্রকাশে 'অপারেটিং মার্জিন' ব্যবহার করা হয়।

 অ্যাপল আর স্যামসাংয়ের পর হুয়াওয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। মূলত কমদামি স্মার্টফোনের জন্য প্রতিষ্ঠানটি পরিচিতি পেলেও, বর্তমানে হুয়াওয়ে উঁচু দামের স্মার্টফোনের দিকেও ঝুঁকেছে। নিজেদের ব্যবসায়ের সব খাতেই কিছু না কিছু বৃদ্ধি চোখে পড়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন