নিউজ ডেস্কঃ সন্ত্রাস-জঙ্গিবাদের প্রশ্নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিমত নেই-বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট। আজ দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত শেষে তিনি এ মন্তব্য করেন ।
বার্নিকাট বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, তবে তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে। জঙ্গিবাদ রোধে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি এ দেশের সংস্কৃতি নয় ।