News71.com
 International
 25 Jul 16, 08:47 PM
 381           
 0
 25 Jul 16, 08:47 PM

ব্রাজিলের রিওতে নিউজিল্যান্ডের অ্যাথলেট ‘অপহৃত’

ব্রাজিলের রিওতে নিউজিল্যান্ডের অ্যাথলেট ‘অপহৃত’

আন্তর্জাতিক ডেস্কঃ  নিউজিল্যান্ডে জুজুৎসু অ্যাথলেট রিও ডি জেনিরোতে অপহৃত হয়েছিলেন বলে জানিয়েছেন। জ্যাসন লি নামের এই অ্যাথলেট টুইটারে এই কথা জানিয়েছেন। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, আপনারা গতকাল কি করেছেন? আমি অপহৃত হয়েছিলাম। জ্যাসন লি জানিয়েছেন, তাকে পুলিশের ইউনিফর্মে কয়েকজন তুলে নিয়ে যায় এবং দুটি ক্যাশ মেশিন থেকে টাকা তুলতে বাধ্য করা হয়।

লি গত ১০ মাস ধরে ব্রাজিলে অবস্থান করছেন। তবে জুজুৎসু অলিম্পিক ইভেন্টে নেই তাই সেখানে তার অংশগ্রহণের সুযোগ নেই। এদিকে অস্ট্রেলিয়ান অলিম্পিক টিম রিও অলিম্পিক ভিলেজে থাকতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ সেখানে তাদের নিরাপত্তা নিয়ে সংশয় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন