News71.com
 International
 25 Jul 16, 08:45 PM
 377           
 0
 25 Jul 16, 08:45 PM

অস্ট্রেলিয়ার দক্ষিণে ভূমিকম্প, সুনামির সতর্কতা

অস্ট্রেলিয়ার দক্ষিণে ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার দক্ষিণে সাগরে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১ । ভূমিকম্প আঘাত করার পর জিওসাইন্স অস্ট্রেলিয়া সুনামির আশঙ্কার কথা জানায়। সঙ্গে সঙ্গে আশপাশের এলাকাগুলোতে সুনামির সতর্কতাও জারি করা হয়। পরে অবশ্য সতর্কতা তুলে নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কুইনসটাউন থেকে এক হাজার ৫৮ মাইল দূরে সাগরের ভেতর তৈরি হওয়া ভূমিকম্পটির কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। গত ৩০ বছরের মধ্যে এটিই ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন