আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোরের উপকূলের অদূরে একটি নৌকাডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে। মালয়েশিয়ার উপকূলীয় রক্ষীদের বরাত দিয়ে আজ সোমবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই নৌকাটিতে ৬২ জন ইন্দোনেশীয় নাগরিক ছিল। তারা অবৈধ অভিবাসী বলে ধারণা করা যাচ্ছে। গত শনিবার রাতে শক্তিশালী স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
জানা গেছে, এই ঘটনায় এই পর্যন্ত নৌকাটির ৩৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকৃতদের রাজ্যের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, ইন্দোনেশীয় যাত্রীরা বাড়ি ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা আরো জানান, উদ্ধারকৃতদের কাছে বৈধ কাগজ নেই।