News71.com
 International
 25 Jul 16, 02:36 PM
 341           
 0
 25 Jul 16, 02:36 PM

নিউ ইয়র্কে তারেক রহমানের সাজার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি ।।

নিউ ইয়র্কে তারেক রহমানের সাজার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের সাজার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে মারামারিতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির ২টি পক্ষ । রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনের উপস্থিতির সময় ঘটনার সূত্রপাত হয় বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০১৩ সালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে হাই কোর্ট গত বৃহস্পতিবার মামুনের সাজা বহাল রেখে তারেকের খালাসের রায় বাতিল করে। খালেদা জিয়ার ছেলে তারককে ৭ বছরের কারাদণ্ডের সঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদেই গতকাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ইয়র্ক বিএনপির আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বাধীন অংশ। তিনি বলেন, সমাবেশের শুরুতেই বিএনপি নামধারী সরকার সমর্থকরা প্রধান অতিথি এহসানুল হক মিলন ও নিউ ইয়র্ক বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। তারা বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার, পোস্টার কেড়ে নেয়।

আওয়ামি-বাকশালীদের মদদপুষ্টরা বিএনপিতে ঘাপটি মেরে রয়েছে। তারাই এ ন্যাক্কারজনক ঘটনার জন্যে দায়ী। তারেক রহমানকে যারা রাজনীতি থেকে নির্বাসনে দিতে চায় এটি তাদেরই কাণ্ড। মিলনের উপর হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন আরেকটি অংশের নেতা জিল্লুর রহমান। তিনি বলেন, কমিটি গঠনের নামে মিলনের চাঁদাবাজিতে ক্ষিপ্ত নেতাকর্মীরা নিউ ইয়র্ক বিএনপির সমাবেশে তাকে হেনস্তা করে। পরে সেখানেই এক সংবাদ সম্মেলনে জিল্লুর ও মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ নেতৃত্বাধীন অংশ সাবেক প্রতিমন্ত্রী মিলনকে প্রতিরোধের ঘোষণা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন