News71.com
 International
 25 Jul 16, 11:46 AM
 404           
 0
 25 Jul 16, 11:46 AM

সম্মেলনের আগে ডেমোক্রেট প্রধানের পদত্যাগ.....

সম্মেলনের আগে ডেমোক্রেট প্রধানের পদত্যাগ.....

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে দলের জাতীয় সম্মেলনের একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট দলের জাতীয় কমিটির প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ।  রবিবার উইকিলিকসে ই-মেইল ফাঁসের ঘটনার পরপরই জাতীয় কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। এদিকে, বার্নি স্যান্ডার্স শুলজের সমালোচনা করে বলেছেন, তার জাতীয় কমিটির সভাপতি পদে থাকা উচিত নয়। সোমবার থেকে ফিলাডেলফিয়ায় শুরু হতে যাচ্ছে ডেমোক্রেটিক দলের সম্মেলন।

এর মধ্যে দিয়েই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রার্থী হওয়ার গৌরব লাভ করতে যাচ্ছেন তিনি। কনভেনশনে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকার কথা রয়েছে। এদের মধ্যে ৫ হাজার জন দলীয় ডেলিগেট রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন