আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির নুরেমবার্গ শহর সংলগ্ন এলাকায় এক ওপেন কনসার্টে বোমা বিস্ফোরণে ১ জন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তিকে হামলাকারী হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা।
গত এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি চতুর্থ হামলা। গত শুক্রবার মিউনিখে ইরানি বংশোদ্ভূত ১৮ বছরের এক জন তরুণের হামলায় সেখানে ৯ জন নিহত হয়েছিলেন। আর এই হামলার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবার একটি হামলার ঘটনা ঘটল।