আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতি ঘোষণা করেছেন। কাবুলে ভয়াবহ বোমা হামলার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে পাঠানো এক শোকবার্তায় এ ঘোষণা দিলেন পুতিন ।
বার্তায় কাবুলে হামলার কঠোর নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফগান সরকার ও জনগণকে সক্রিয় সহযোগিতা করার জন্য রাশিয়ার প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া, বার্তায় গতকাল হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়। গতকাল কাবুলে শিয়া জনগোষ্ঠীর এক বিক্ষোভ মিছিলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৮৩ জন নিহত ও ২৬০ জন আহত হয়। কাবুলের দেহ মাজাং স্কয়ারে ন্যক্কারজনক এ হামলা চালানো হয় ।
শিয়া হাজারা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ তাদের এলাকায় বিদ্যুতের লাইন বসানোর দাবিতে এ মিছিল করছিলেন। হাজারা অধ্যুষিত বিশাল এলাকাকে পাশ কাটিয়ে বিদ্যুতের লাইন বসানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানাচ্ছিলেন তারা ।