News71.com
 International
 24 Jul 16, 08:54 PM
 359           
 0
 24 Jul 16, 08:54 PM

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, গৃহহীন হয়ে পড়েছে শত শত মানুষ ....

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, গৃহহীন হয়ে পড়েছে শত শত মানুষ ....

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এজন্য শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে । শনিবার সন্ধ্যায় ২০ হাজার একর জায়গা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সান্তা ক্লারিটা শহরের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৩শ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যায়।

এছাড়াও দাবানলের কারণে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। ফলে পুরো এলাকাজুড়ে তীব্র বাতাস বয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি আরো কয়েকদিন ধরে চলতে থাকবে। শুক্রবার বিকালে স্যান্ড ক্যানিয়নে এই আগুনের সূত্রপাত হয়। এরপর বাতাসের কারণে তা লস এঞ্জেলেসের জাতীয় বনে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ৯০০ দমকল কর্মী। এছাড়া নিয়োগ করা হয়েছে হেলিকপ্টার ও এরোপ্লেন। লস এঞ্জেলেস ফায়ার সার্ভিসের ডেপুটি প্রধান জন ট্রিপ জানান, প্রায় ১ হাজার বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরিস্থিতির অবনতি হলে এই সংখ্যা ৪৫ হাজার ছাড়াতে পারে। ওই বনাঞ্চল থেকে ৪০০ পশুপাখিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন