News71.com
 International
 24 Jul 16, 08:41 PM
 363           
 0
 24 Jul 16, 08:41 PM

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী....

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী....

আন্তর্জাতিক ডেস্ক: আস্থা ভোট সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়াপ্রসাদ অলি। আজ রবিবার এমন তথ্য জানা গেছে। উল্লেখ্য গত ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি।

জানা গেছে, আজ রবিবার বিকেলে নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে হতে যাওয়া আস্থা ভোটে অলি হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিলো। আর এর আগে আজ সকালে রাষ্ট্রিয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। উভয় দল বলেন, ভোটে তারা বিরোধীদের সঙ্গে থাকবে।

ক্ষমতাসীন জোট ছাড়ার দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে আরপিপি-র জ্যেষ্ঠ নেতা কিরণ গিরি বলেন, “প্রধানমন্ত্রী ও তার দলের দাম্ভিকতার কারণে আমাদের এই ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন