News71.com
 International
 24 Jul 16, 07:24 PM
 409           
 0
 24 Jul 16, 07:24 PM

কনস্টেবলের চাকরি প্রার্থী মোদি!

কনস্টেবলের চাকরি প্রার্থী মোদি!

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি চাকরি পরীক্ষার প্রার্থী নরেন্দ্র মোদি। সিআরপিএফের হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থী দেশটির প্রধানমন্ত্রী! শুনতে অবাক লাগলেও অ্যাডমিট কার্ড যা ছাপা হয়েছে তাতে তো এটাই সত্যি।

জানা গেছে রামপুরে সিআরপিএফ-এ নিয়োগের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল তারই একটিতে রয়েছে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি। কর্মকর্তা  বক্তব্যে বলেন, কেউ ইচ্ছে করেই এই কাণ্ড ঘটিয়েছে। গত ১৫ জুলাই এই পরীক্ষা নেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ও ছবি-সহ ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরও!

তবে উক্ত অ্যাদ্মিত কার্ডে  নাম ও ছবি মোদির হলেও জন্ম তারিখ ১৯৯২-এর ১৮ অক্টোবর। আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, প্রার্থী অমৃতসরের সমরই গ্রামের বাসিন্দা। ওই রোল নম্বরের পরীক্ষার্থী অবশ্য পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি আধিকারিকদের নজরে আসার পরই অবশ্য অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়।

উল্লেখ্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে হওয়ার সুযোগ নিয়েই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ জানান, খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে যুক্তদের হদিশ পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন