News71.com
 International
 24 Jul 16, 03:40 PM
 368           
 0
 24 Jul 16, 03:40 PM

কাবুলে জোড়া বোমা হামলার ঘটনায় ইরানের নিন্দা, ঐক্যের আহ্বান  

কাবুলে জোড়া বোমা হামলার ঘটনায় ইরানের নিন্দা, ঐক্যের আহ্বান       

আন্তর্জাতিক ডেস্কঃ  আফগানিস্তানের রাজধানী কাবুলে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাভেদ জারিফ। শনিবারের এই ঘটনায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছে। ইসলামিক স্টেট নামধারী জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। 

শনিবার এক টুইট বার্তায় জারিফ বলেন, 'আফগানিস্তানে এই ভয়াবহ সন্ত্রাসী বোমা হামলার ঘটনা দায়েশের আরেকটি অপকর্ম। শিয়া ও সুন্নী উভয় সম্প্রদায়ের মানুষই তাদের হামলার শিকার। উভয় সম্প্রদায়কে একসঙ্গে জঙ্গিদের মোকাবেলা করতে হবে।' এই ঘটনায় ঐক্যের আহবান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাশেমি বলেন, 'সকল দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা ছাড়া আইএসকে নির্মূল করা সম্ভব হবে না।' তিনি আরো বলেন, বিশ্বের যে কোন স্থানেই এই 'অমানবিক ও অনৈসলামিক' হামলা সমর্থন করা যায় না।

জানা গেছে আইএস কাবুলে শনিবারের এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আরও জানা যায় একটি বিশাল জনসমাবেশ চলাকালে এ হামলাটি চালানো হয়। উল্লেখ্য গত ২০০১ সালের পর এটাই কাবুলে সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা। ধারনা  করা হচ্ছে এই হামলাটি কাবুলে আইএস এর প্রথম বড় ধরনের হামলা।

সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত দেশটিতে শিয়া-সুন্নির মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যেই হামলাটি চালানো হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন