News71.com
 International
 24 Jul 16, 12:40 PM
 411           
 0
 24 Jul 16, 12:40 PM

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে বাংলাদেশিসহ কয়েক’শ নাগরিক আটক ।।

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে বাংলাদেশিসহ কয়েক’শ নাগরিক আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ অধিবাসীদের আটক করতে কুয়ালালামপুরে অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ । গতকাল এ অভিযান চলাকালে রাজধানী বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের কয়েক'শ নাগরিককে আটক করা হয়। কুয়ালালামপুরের পাসার সেলায়াং, পাসার পুডু, পাসার চকেট, পাসার সেনি, বুকিট বিনতাং, মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামেক এল আরটি, হসপিটাল কুয়ালালামপুর, কুয়ালালামপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ও সেন্ট্রাল এরিয়া, হাং তুয়াহ, পুডু সেন্ট্রাল ও টিবিএস বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর পুলিশের উপপ্রধান দাতুক আবদুল হামিদ মোহাম্মদ আলী জানান, অবৈধভাবে বিদেশিরা অবস্থান করছে বলে অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

দেশটির উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ বিন হামিদ গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় দুপুর ২টা থেকে ‘অপ নিয়াহ’ নামের ৪ ঘণ্টাব্যাপী অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন পুলিশ, রেলা, ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

এদিকে, এক খবরে বলা হয়েছে, কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেট ও মসজিদ জামেক এলাকা থেকে ১২০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। তাঁদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের নাগরিকরা আছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা থেকে ৭০০-৮০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে চলাফেরার পরামর্শ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন