News71.com
 International
 24 Jul 16, 12:36 PM
 383           
 0
 24 Jul 16, 12:36 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপার্টমেন্টে গুলি,১ শিশু ও ২ নারী সহ ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপার্টমেন্টে গুলি,১ শিশু ও ২ নারী সহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে গুলির শব্দ পাওয়ার পর সেখান থেকে ১ শিশু ও ২ নারী সহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় হামলাকারীও নিহত হন।

আজ বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে হামলাকারী মারা গেছে এবং সে এখন আর কারো জন্য হুমকিজনক নয়। প্রাথমিকভাবে জানানো হয়, হামলাকারী আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী মারা গেছে। আমরা তদন্ত শেষে আপনাদের জানাতে পারব, কিভাবে সে মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন