আন্তর্জাতিক ডেস্কঃ আইএসের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মালয়েশিয়ায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিস্ফোরক । এসব ব্যবহার করে তারা সিনিয়র কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। এ খবর প্রকাশ করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা।
এ বিষয়ে দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাস বিরোধী ইউনিটের সদস্যরা মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ১জন নারী। উদ্ধার করা হয়েছে এক কিলোগ্রাম বিস্ফোরক ।
কিভাবে হামলা চালানো হবে, বিস্ফোরক কিভাবে ব্যবহার করা হবে এ বিষয়ে আটক ব্যক্তিরা নির্দেশনা পেয়েছে মুহাম্মদ ওয়ান্ডি মোহামেদ জেদির কাছ থেকে। উল্লেখ্য, মুহাম্মদ ওয়ান্ডি মোহামেদ জেদি হলেন মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী আইএস নেতা। তিনি সিরিয়ায় আইএসের জন্য সদস্য সংগ্রহের জন্য কাজ করেন ।
তিনিই আটক ১জনকে ক্লাং ভ্যালিতে হামলা করার নির্দেশনা দিয়েছেন। আটক ব্যক্তিদের সিকিউরিটি অফেন্সেস অ্যাক্টের অধীনে আটক দেখানো হয়েছে। তবে তারা সবাই মালয়েশিয়ান নাকি বাইরের দেশের কেউ রয়েছে তা এখন পরিষ্কার জানা যায় নি ।