আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুই শতাধিক।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, আজ শনিবার হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে অনেক রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।
আফগানিস্তাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল শনিবারের এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত ৩ সপ্তাহ আগে তালেবানের জঙ্গি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর সর্বশেষ এই হামলার ঘটনা ঘটলো।