News71.com
 International
 23 Jul 16, 06:28 PM
 413           
 0
 23 Jul 16, 06:28 PM

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের দলে নেয়ার চেষ্টা করছে আইএস।।

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের দলে নেয়ার চেষ্টা করছে আইএস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেট (আইএস) মালয়েশিয়ার পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করছে। দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাওয়াই দাউদ একথা জানিয়েছেন।

মালয়েশিয়ায় আইএসের হুমকি বিষয়ক একটি ফোরামে তিনি বলেন, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের দলে টানতে আইএস চেষ্টা করছে কারণ তাদের অস্ত্র ও বোমা পরিচালনার দক্ষতা রয়েছে।

তবে ব্রিগেডিয়ার নাওয়াই বলেন, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যাতে আইএসের আহ্বানে আকৃষ্ট না সে জন্য নিয়মিত বিভিন্ন ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমরা সশস্ত্র বাহিনীতে এই বিষয়ে শিক্ষিত করতে নিয়মিত ব্রিফিং করে থাকি এবং আমি জানি পুলিশও তা করে থাকে।

আইএস সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ ও সেনাসদস্যের সন্ধান পাওয়া গিয়েছিল তবে তাদের সংখ্যা নগণ্য বলে উল্লেখ করেন তিনি।

দেশটির কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তা আহমাদ নরিশাম বলেন, বর্তমানে আইএস সদস্যদের নিজ দেশে হামলা করতে অনুপ্রাণিত করছে কারণ সিরিয়ায় যাওয়া এখন কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আইএসের প্রায় ৯০ ভাগ সদস্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয় এবং আমরা সেগুলো ঘনিষ্ঠভাবে সেগুলো মনিটর করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন