News71.com
 International
 23 Jul 16, 01:00 PM
 402           
 0
 23 Jul 16, 01:00 PM

চিরতরে পরিত্যক্ত হলো মালয়েশিয়ার এমএইচ ৩৭০ বিমানের অনুসন্ধান কাজ

চিরতরে পরিত্যক্ত হলো মালয়েশিয়ার এমএইচ ৩৭০ বিমানের অনুসন্ধান কাজ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত মহাসাগরে নিখোঁজ হওয়া মালয়েশীয় উড়োজাহাজ ‘এমএইচ ৩৭০’ এর ধ্বংসাবশেষের উদ্ধারের অভিযান স্থগিত করা হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনাকারী ৩টি দেশের প্রতিনিধিরা সম্মিলিতভাবে গতকাল এ ঘোষণা দেন।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে নতুন কোনো কিছু খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া, চীন এবং অস্ট্রেলিয়ার মন্ত্রীরা আলোচনার মাধ্যমে উদ্ধারকর্মের ইতি টানেন। এ ঘোষণার মাধ্যমে সম্ভবত স্থায়ীভাবে এ অভিযান শেষ করা হল।এ ব্যাপারে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিয়াও তিয়ং লাই বলেন, ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে খুঁজেও কোনো কিছু পাওয়া যায়নি। এ কারণে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

অন্য ২ দেশের সঙ্গে এমনটাই কথা ছিল যে, যদি চলমান উদ্ধার এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া না যায় অথবা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন